ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

বরিশালে টানা বর্ষণে দূর্ভোগে মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ১৪ সেপ্টেম্বর ২০২২

বঙ্গপসাগরে সৃষ্টি লঘুচাপে বরিশালে গত ৩ দিনের টানা বৃষ্টিতে জনজীবনে বিপর্যয় ও স্থবিরতা নেমে এসেছে। 

শনিবার (১০ সেপ্টেম্বর) রাত থেকে থেমে থেমে ৩ দিনের একটানা বৃষ্টিতে নগরীর পলাশপুর, রসুলপুর, ভাটিখানা, বটতলা, বগুড়া রোডসহ বেশ কিছু উল্লেখযোগ্য সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দূর্ভোগে পরেছে নিম্ন ও মধ্যআয়ের মানুষদের সঙ্গে সাধারণ পথচারীরা।

বরিশাল আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত বরিশালে ১৭.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আশেপাশের নদীসহ কীর্তনখোলা নদীর পানি ২ ফুট বৃদ্ধি পেয়েছে। 

আরও দুই-একদিন বৃষ্টি থাকলেও এর পরিমাণ কমে আসবে বলেও নিশ্চিত করেছে বরিশাল আবহাওয়া অধিদপ্তর।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি