ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

বরিশালে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ১০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কয়লাবোঝাই ট্রাকের চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলা শহরের স্টিল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জ ক্যাম্পাসের সেকশন অফিসার আহাদ আমিন খান ও ইজিবাইক চালক রাহাত। অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ইজিবাইকের পাঁচ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যাত্রীরা হলেন- সুমন (১৮), সাইদুল (১৮), নাজমুল (৪০), তাইজুল (৩৫) ও নাজমুল হুদা (৩০)। বরিশাল শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল জানান, ইজিবাইকটি যাত্রী নিয়ে বাবুগঞ্জ থেকে রহমতপুর এলাকায় যাচ্ছিল। এ সময় স্টিল ব্রিজ এলাকা অতিক্রম করার সময় কয়লাবোঝাই একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি