ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

বরিশালে প্রভাবহীন হরতাল

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৫, ২৮ মার্চ ২০২২

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের কোন আঁচ লাগেনি জনজীবনে। 

সকাল থেকে নগরীতে ছোট যানবাহন, বাস স্বাভাবিকভাবেই চলতে দেখা গেছে। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে শিডিউল অনুযায়ী সব বাস ছেড়ে গেছে। স্বাভাবিক রয়েছে লঞ্চ চলাচলও। 

নগরীর কাকলীর মোড় এলাকায় সোমবার সকাল থেকে অবস্থান নেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা-কর্মীরা। সেখান থেকে তারা নগরীতে বিক্ষোভ মিছিল করেন। 

বাসদের বরিশাল জেলা শাখার সদস্য স‌চিব মনীষা চক্রবর্তী ব‌লেন, “সাধারণ মানুষ সকাল ৬টা থে‌কে দুপুর ১২টা পর্যন্ত ডাকা হরতাল সমর্থন করলেও পুলিশ তা ভন্ডুল করার চেষ্টা করে।”

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির পদক্ষেপ বন্ধে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে ২৮ মার্চ ডাকা হয় অর্ধদিবস হরতাল।
আরএমএ/ এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি