ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

বর্ষার শুরুতেই বান্দরবান পৌরসভার রাস্তাগুলোর বেহাল দশা

প্রকাশিত : ১০:০৫, ১৮ জুলাই ২০১৬ | আপডেট: ১০:০৫, ১৮ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

বর্ষার শুরুতেই বান্দরবান পৌরসভার রাস্তাগুলোর বেহাল দশা। সড়কের বিভিন্ন অংশ ভেঙ্গে খানাখন্দ তৈরি হয়ে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। চরম দুর্ভোগে রয়েছেন পৌরবাসী। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাঘাটের জরাজীর্ণ পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোন উদ্যোগ নেয়া হয়নি। বান্দরবান পৌরসভার কালাঘাটা, ক্যাচিংঘাটা, ইসলামপুর, লাংগিপাড়া, হাফেজ ঘোনাসহ বিভিন্ন এলাকায় সড়কগুলোতে ভাঙ্গা-চোরা ও খানাখন্দ অনেক বছর ধরেই। এ নিয়ে ভোগান্তির শেষ নেই এলাকাবাসীর। এবারের বর্ষায় এসব গর্ত আর ময়লা-কাদায় রাস্তাঘাটের আরো নাজেহাল অবস্থা। দুই যুগ আগে বান্দরবান সদর পৌরসভা হলেও বাড়েনি নাগরিক সুবিধা। বাসিন্দারা বলছেন, সড়কের এমন বেহাল অবস্থায়, প্রতিনিয়ত দূর্ভোগ নিয়েই গন্তব্যে যেতে হচ্ছে তাদের। পৌর কর্তৃপক্ষ বলছে, এলাকার রাস্তাঘাট মেরামতে দ্রুত উদ্যোগ নেয়া হবে। শুধু আশার কথা নয়, জনদুর্ভোগ লাঘবে সড়ক সংস্কারে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবী বান্দরবান পৌরবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি