ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

বস্তি আর মাদকের দখলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ৮ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:০২, ৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বস্তি আর মাদকের দখলে সবুজ গ্রাম হিসেবে পরিচিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ক্যম্পাসের ভিতরেই গড়ে উঠেছে অসংখ্য বস্তিঘর। অচেনা লোকজন আর অনাকাক্সিক্ষত ভাড়াটিয়ার আনাগোনা ক্যাম্পাসের সবখানেই। অথচ পাশেই গণভবন, নির্বাচন কমিশন, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। সবমিলে আতঙ্কেই আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বেশ ক’বছর আগেও এরকম বস্তি গড়ে ওঠেনি আগারগাঁওয়ের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। এখন হাজার ছাড়িয়ে গেছে বস্তিঘর। এখানে রীতিমতো ভাড়া দিয়ে থাকছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

প্রায় রাতেই আবাসিক হলগুলোতে হচ্ছে চুরি, ছিনতাইয়ের কবলেও পড়ছেন শিক্ষার্থী-শিক্ষকেরা। আরও আছে মাদকের আগ্রাসন।

চারপাশে দেয়ালঘেরা উচ্চশিক্ষার এ প্রতিষ্ঠানের বাউন্ডারির ভিতরে কিভাবে মাসের পর মাস অবৈধভাবে বসবাস করছেন তার কোন উত্তর নেই ভাড়াটিয়াদের কাছে।

শিক্ষকেরা বলছেন, বিষয়টি নিয়ে তারাও উদ্বিগ্ন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি