ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

বাঁধন শামসুন নাহার হল শাখার নবীন বরণ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ২৯ জুলাই ২০১৭

ছবিতে অতিথিদের সাথে বাঁধন-এর সদস্যদের দেখা যাচ্ছে।

ছবিতে অতিথিদের সাথে বাঁধন-এর সদস্যদের দেখা যাচ্ছে।

Ekushey Television Ltd.

স্বেচ্ছা রক্তদানের সংগঠন ‘বাঁধন’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল ইউনিটের ‘নবীন বরণ ও রক্তদাতা সম্মাননা-২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হল মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুনশী এম হাবিবুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন হল ইউনিটের সভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি