ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বাংলাদেশ আজ নারী রোল মডেল হিসেবে সম্মানিত: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩:৪০, ৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪০, ৯ ডিসেম্বর ২০১৬

কারো কাছে অধিকার না চেয়ে বরং তা আদায় করে নিতে নারীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। লেখাপড়া শেখার পাশাপাশি আর্থিক স্বচ্ছলতা বাড়াতে পারলে কারো কাছেই আর অধিকার চাইতে হবে না বলেও মনে করেন তিনি। ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নারী অধিকার ও উন্নয়নে ভূমিকা রাখায় এবছর বেগম রোকেয়া পদক পেলেন আরমা দত্ত ও বেগম নূরজাহান। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। যুগের সাথে তাল মিলিয়ে জাতির সার্বিক উন্নয়নে প্রায় সব ধরনের কাজে নিয়োজিত নারীরা। উপমহাদেশে নারী মুক্তির প্রতীক বেগম রোকেয়ার স্মৃতিতে সেসব সংগ্রামী সফল নারীদের দেয়া হলো সম্মাননা। নারী অধিকার ও উন্নয়নে ভূমিকা রাখায় এবছর আরমা দত্ত ও বেগম নূরজাহানকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী। এসময় কারো কাছে অধিকার না চেয়ে বরং তা আদায় করে নিতে নারীদের পরামর্শ দেন তিনি। লেখাপড়া শিখে আর্থিক স্বচ্ছলতা বাড়ানোর দিকে জোর দেয়ারও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ নারী রোল মডেল হিসেবে সম্মানিত, এমনকি নারীর রাজনৈতিক ক্ষমতায়নেও বিশ্বে সপ্তম অবস্থানে বাংলাদেশ। নারীর সক্ষমতা উন্নয়নে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন, বেতনসহ মাতৃত্বকালীন ছয়মাস ছুটির মেয়াদ, পারিবারিক সহিংসতা প্রতিরোধে আইন, বাল্য বিবাহ ও যৌতুক নিরোধ আইন-সহ নানা পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। আগামী বছর থেকে পাঁচজনকে রোকেয়া পদক দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি