ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন তারিকুজ্জামান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ৩ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডাটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক সৈয়দ তারিকুজ্জামান সম্প্রতি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন তিনি। ইতোপূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো এবং আইন বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
সৈয়দ তারিকুজ্জামান বরিশাল জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

এসএইচ/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি