ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচের টিকিটের জন্য হাহাকার, পুলিশের সঙ্গে সংঘর্ষ টিকিট প্রত্যাশীদের

প্রকাশিত : ১৮:৩৫, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৩৫, ৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের জন্য হাহাকার চলছে। সকালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মিরপুর শাখার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে টিকিট প্রত্যাশীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। পরে বিকেল থেকে টিকিট বিক্রি শুরু করে ইউসিবিএল কর্তৃপক্ষ। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টিম টাইগারদের তাই মাঠে বসে সমর্থন দিতে চাই একটি টিকিট। তবে, সেই টিকিটই এখন যেন সোনার হরিণ। আগের রাত থেকে মিরপুরে ইউসিবিএলের কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে ক্রিকেট ভক্তরা। বাধে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ লাঠিচার্জ করলে মিরপুর-১০নম্বর এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, ব্যাংক কালোবাজারে টিকিট বিক্রি করায় সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। অবস্থা সামাল দিতে না পেরে সাময়িকভাবে টিকিট বিক্রি বন্ধ রাখে ব্যাংক কর্তৃপক্ষ। আর পুলিশ বলছে, কালোবাজারী বন্ধে সচেষ্ট তারা। বিকেলে টিকিট বিক্রি শুরু হলে আবারো ভিড় জমান ভক্তরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি