ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বাংলাদেশ সফরে আসছেন না মরগান

প্রকাশিত : ১৩:৪৭, ১০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৭, ১০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ সফরে আসছেন না ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান।  তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন জস বাটলার। শেষ পর্যন্ত নিজ সিদ্ধান্তে অটল রইলেন ইয়ন মরগান। বাংলাদেশ সফরে আসছেন না  তিনি। তাঁর পরিবর্তে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সহ-অধিনায়ক জস বাটলার দলকে নেতৃত্ব দেবেন। এমনটাই জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। ইংল্যান্ড দলের ঢাকায় আসার কথা রয়েছে ৩০ সেপ্টেম্বর। টাইগারদের সঙ্গে দুইটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সফরের জন্য ইংলিশদের ওয়ানডে দল ঘোষণা করার কথা। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দলে কারা থাকছেন, সে ব্যাপারে কিছুই জানায়নি ইসিবি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি