ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বাংলাদেশে ‘আমারণ’ মোটরসাইকেল ব্যাটারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের প্রধান সীসা এডিস ব্যাটারি এবং আমারণ অটোমেটিভ ব্যাটারি প্রস্তুতকারক আমারা রাজা ব্যাটারি লিমিটেড (এআরবিএল) বাংলাদেশের বাজারে মোটরসাইকেল ব্যাটারি নিয়ে এসেছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আমারা রাজা ব্যাটারি লিমিটেডের দক্ষিণ এশিয়া প্রধান মনিশ তুলি, সাজিৎ কুমার এবং রিপন অটোজ এর পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আয়াজ উদ্দিন রিপন যৌথভাবে বাংলাদেশে আমারণ ব্যাটারির যাত্রা শুরুর ঘোষণা দেন।

রিপন অটোজ বাংলাদেশে আমারণ ব্যাটারির অনুমোদিত পরিবেশক। আমারণ রক্ষণাবেক্ষণবিহীন, দীর্ঘস্থায়ী ব্যাটারির নিশ্চয়তা দিচ্ছে। আমারণের ভবিষৎ উদ্যোগ সম্পর্কে আমারা রাজা ব্যাটারি লিমিটেডের দক্ষিণ এশিয়া প্রধান মনিশ তুলি বলেন, বাংলাদেশে মোটরসাইকেলের বাজার সম্প্রসারিত হওয়ায় আমরা এখানে আমারণের জন্য উল্লেখযোগ্য সম্ভাবনা দেখতে পারছি। অচিরেই বাংলাদেশ টু হইলারের একটি বড় বাজারে পরিণত হবে। আমরা বিশ্বাস করি মানসম্মত পণ্যে ক্রেতা, ডিলার এবং ব্যবহারকারী সবাই উপকৃত হন।

রিপন অটোজের পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকতা আয়াজ উদ্দিন রিপন বলেন, আমারণ ব্যাটারির গুণগতমান শুধু প্রতিশ্রুত নয় বরং নিশ্চিত। নতুন ধরনের প্রযুক্তির সঙ্গে গ্রাহকরা এখন দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহারের সুযোগ পাবেন। যার জীবনী শক্তি আসলেই দীর্ঘ।
আমারণ একটি রক্ষণাবেক্ষণবিহীন, সম্পূর্ণ চার্জযুক্ত এবং ফ্যাক্টরি এক্টিভেটেড ব্যাটারি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি