ঢাকা, শুক্রবার   ৩০ মে ২০২৫

বাংলাদেশে পবিত্র জিলহজের চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৯, ২৮ মে ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন, শনিবার সারা দেশে ধর্মীয় ভাবগম্ভীরতা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ের দপ্তর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

সভা শেষে জানানো হয়, ২৯ মে (বৃহস্পতিবার) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, ৬ জুন (শুক্রবার) পালিত হবে হজের দিন অর্থাৎ আরাফাত দিবস এবং ৭ জুন (শনিবার) উদযাপিত হবে ঈদুল আজহা।

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখা যাওয়ার তথ্য দ্রুত পাওয়ায় দ্রুততম সময়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। চাঁদ দেখা কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং ইন্দোনেশিয়ায় ২৮ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায়, এসব দেশে ৫ জুন পালিত হবে আরাফাত দিবস এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি