বাংলাদেশের উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে ঘূর্নিঝড় `মোরা’
প্রকাশিত : ১৮:৩১, ৩০ মে ২০১৭ | আপডেট: ১৮:৫৯, ৩০ মে ২০১৭

বাংলাদেশের উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে ঘূর্নিঝড় `মোরা’। তবে ঝড়ের তান্ডবে সেন্টমার্টিন, কুতুবদিয়া, টেকনাফ, উখিয়া, রামু, মহেশখালী, কক্সবাজারসহ উপকুলীয় এলাকায় হাজার হাজার ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে পড়েছে। নিহত হয়েছে অন্তত ৫ জন। ঝড়টি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় বিকেলে মহাবিপদ সংকেত প্রত্যাহার করে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত।
ঘন্টায় ১৩৫ কিলোমিটার বেগে মঙ্গলবার সকাল ৬টার দিকে সেন্টমার্টিন, কুতুবদিয়া, টেকনাফ ও কক্সবাজার সদরে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মোরা’। বাতাসের তীব্রতায় ভেঙ্গে পড়ে ঘড়বাড়ি ও গাছপালা।
‘মোরা’র আঘাতে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙ্গে গেছে ৭০ শতাংশ ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে গবাদি পশু ও পানের বরজ। জীবন বাঁচাতে দ্বীপের অধিকাংশ মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন।
কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, রামু, উখিয়া ও টেকনাফে অন্তত ২০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত ও বিপুল পরিমাণ গাছপালা ভেঙ্গে পড়েছে। চকরিয়ায় ও কক্সবাজার সদরে গাছ চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন।
এদিকে সেন্টমার্টিন, সাবরাং ও শাহপরীর দ্বীপ, মহেশখালীর ধলঘাটা, মাতারবাড়ি, পেকুয়ার উজানটিয়া ও কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকায় গাছপালা উপড়ে গেছে। অনেকস্থানে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। লন্ড ভন্ড হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে জাহাজ থেকে পণ্য খালাস সারাদিন বন্ধ থাকে। তবে ৮ঘন্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে বিমান উঠা-নামা। স্বাভাবিক রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ।
মংলা বন্দর থেকে আন্তর্জাতিক নৌরুটসহ আভ্যন্তরীন রুটে নৌযান চলাচল শুরু করেছে। দুর্যোগ কিছুটা কেটে যাওয়ায় সাইক্লোন শেল্টার থেকে ফিরতে শুরু করেছে আশ্রয় নেয়া মানুষেরা।
পটুয়াখালীর সমূদ্র তীরবর্তী বেশকিছু এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ভোলা, নোয়াখালী, লক্ষীপুর ও সাতক্ষীরায় বৃষ্টিসহ দমকা হাওয়া বইলেও বিকেলে থেকে আবহাওয়া অনেকটা স্বাভাবিক।
বান্দরবানে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ খুঁটির উপর গাছ ভেঙ্গে পড়ায় সকাল থেকে শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ে পৌর এলাকার একটি দুইতলা ভবন ভেঙ্গে পড়ে।
এদিকে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে ঘুর্ণিঝড় ‘মোরার’ স্থলভাগ অতিক্রম করে দুর্বল হয়ে যাওয়ার কথা জানায়, আবহাওয়া বিভাগ।
আরও পড়ুন