ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

‘মিস ওয়ার্ল্ড’র গ্র্যান্ড ফিনালে আজ

বাংলাদেশের নজর ঐশীর দিকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চীনের সায়নায় ‘মিস ওয়ার্ল্ড’ এর গ্র্যান্ড ফিনালের জমকালো আসর বসছে আজ শনিবার। আর এ আয়োজনের মধ্য দিয়ে এবারের মিস ওয়ার্ল্ড বিজয়ীর মাথায় উঠবে মুকুট। 
প্রতিযোগিতার ৬৮তম আসরের গ্র্যান্ড ফিনালেতে থাকছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী। তাই সারা বাংলাদেশের নজর এখন তার দিকে।
এর আগে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের গ্রুপ সিক্সে জয়ী হয়ে তিনি পৌঁছে যান সেরা ৩০-এ। বিশ্বের ১১৮ প্রতিযোগীর মধ্যে নির্বাচিত হয়েছে সেরা ৩০।

আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের উদ্যোগে বাংলাদেশে গত দুই বছর ধরে ‘মিস ওয়ার্ল্ড’ এর জন্য প্রতিযোগী নির্বাচন করা হচ্ছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্বপন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘ঐশী ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। সে আজ গ্র্যান্ড ফিনালেতে অংশ নিচ্ছে। এটা আমাদের সবার জন্য অনেক গর্বের ব্যাপার। অন্তর শোবিজের চেয়ারম্যান হিসেবে আমি গর্বিত।’

মিস ওয়াল্ডের এর গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। লাইভ দেখা যাবে লন্ডন লাইভ চ্যানেলে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি