ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বাংলার আদর্শ খোকা

নুসরাত জাহান (নেলি)

প্রকাশিত : ১৭:২৪, ১৬ মার্চ ২০২০ | আপডেট: ০৮:২০, ১৭ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

খোকা এসো, ফিরে এসো
ফিরে এসো এ মায়ের বুকে,
ফিরে এসো এ বাংলার বুকে।

তুমি যে সবার শক্তি
তুমি থাকলে হবে নাকো কখনও বিভক্তি।
খোকা তুমি কি জানো?
তোমার জন্যই রবীন্দ্র আর নজরুল
লুকিয়ে -লুকিয়ে বেঁধেছে কত গানের সুর!

তুমি যে মোদের প্রাণ
আদর্শ মানব একজন
যাকে করেছি মোরা অনুসরণ
তোমার কাছেই তো শিখেছি
কিভাবে করতে হয় দেশের মঙ্গল।

তুমি তো রবে সারাজীবন ধরে
বাঙ্গালীর এই প্রাণে-মনে
তাই তো বলছি,
খোকা তুমি ফিরে এসো,
ফিরে এসো এই বাংলার বুকে।

লেখক : শিক্ষার্থী : বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,ময়মনসিংহ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি