ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বাকোশপোতা বাজারে আইবিবিএলের এজেন্ট ব্যাংকিং-এর শাখা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৩, ৯ মে ২০১৮ | আপডেট: ২৩:৪৪, ৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাকোশপোতা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) এজেন্ট ব্যাংকিং-এর একটি শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার এ কেন্দ্রের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. নবী নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের জীবননগর শাখাপ্রধান মো. খুরশিদুল আলম, কাজীর বেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম রেজা, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমানুল্লাহ্, বাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক ও নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল আলম মৃধা। অনুষ্ঠানে স্থানীয় পেশাজীবী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।      

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি