ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বাগেরহাটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত : ১০:০৭, ১০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:০৭, ১০ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বাগেরহাটের ভৈরব নদীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলার চিরচেনা ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় মোট ২৪টি নৌকা অংশ নেয়। বাইচে প্রথমস্থান অধিকার করে তালুকদার নাজমুল কবির ঝিলামের নৌকা, দ্বিতীয় স্থান অধিকার করে সাইফুল ইসলাম সোহেলের নৌকা ও তৃতীয় স্থান অধিকার করে মাদারীপুর জেলা ছাত্রলীগের নৌকা।নৌকা বাইচে নারী প্রতিযোগিদের আংশগ্রহণ ছিলো উল্লেখযোগ্য। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথমস্থান অধিকারীকে ১ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৭৫ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে ২৫ হাজার টাকা পুরস্কার দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি