ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

বাগেরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪০, ২৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে মোরেলগঞ্জ পৌরসভার কলেজ রোডের আদর্শপাড়া এলাকার শেখ নাসির উদ্দিন সঞ্জুর বাড়ির পুকুরে ডুবে এই দুই শিশুর মৃত্যু হয়।

শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলো, মোরেলগঞ্জ পৌরসভার কলেজ রোডের আদর্শপাড়া এলাকার শেখ নাসির উদ্দিন সঞ্জুর তিন বছর বয়সী ছেলে রাহাত শেখ এবং আব্দুস সালামের আড়াই বছর বয়সী মেয়ে মরিয়ম খাতুন।

শেখ নাসির উদ্দিন সঞ্জু বলেন, আমার বাড়ির পুকুর পাড়ে আমার ছেলে রাহাত ও আমার প্রতিবেশি আব্দুস সালামের মেয়ে মরিয়ম পুকুর পাড়ে বসে খেলছিল। কিছুক্ষণ পর ওদের দুজনকে দেখতে না পেয়ে আমরা আশেপাশের বাড়িতে খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজির পর তাদের কোথাও না পেয়ে আমরা পুকুরে পড়েছে বলে ধারনা করে সবাই মিলে পুকুরে নেমে তাদের দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করি।

মোরেলগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বলেন, পাশাপাশি দুই প্রতিবেশির ছেলে মেয়ে দুই শিশু শেখ নাসির উদ্দিন সঞ্জুর বাড়ির পুকুর পাড়ে বসে খেলছিল। পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে হয়ত ওরা দু’জনের কোন একজন আগেই পুকুরে পড়ে যায়। পরে অন্যজন তাকে তুলতে গিয়ে সেও পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারনা করছি। পরিবারের সদস্যদের অবহেলা ও অসচেতনতার কারনে এই শিশু দুটির অকাল মৃত্যু হল।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি