ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

বাগেরহাটে প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৯, ৩ অক্টোবর ২০২২

বাগেরহাটের কচুয়ায় দিনব্যাপি প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে শেখ রাসেল বিশেষ শিশুদের কেয়ার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গোয়ালমাঠ রসিক লাল মাধ্যমিক বিদ্যালয়ে এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। 

এসময়, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম খোকন, রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সামছু-উদ্দিন নাহার ট্রাষ্টের চীফ ফ্যাসিলেটেটর সুব্রত কুমার মুখার্জী, শেখ রাসেল বিশেষ শিশুদের কেয়ার-এর পরিচালক সরদার আক্তারুজ্জামান অনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এ্যান্ড হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোসার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সুদিপ্ত কুমার মুখার্জী ও বাগেরহাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিও) সংগ্রাম কান্তি কুন্ডু। এদিন ৫০ জন প্রতিবন্ধী শিশুকে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য ভবিষ্যতেও এ ক্যাম্প করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি