ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

বাগেরহাটে বঙ্গবন্ধুর মুড়ালের ভিত্তি প্রস্তর স্থাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাগেরহাটে বঙ্গবন্ধুর আবক্ষ মুড়ালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভ্রাত্যুস্পুত্র বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন মুড়ালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এসময়, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেত্রী ফরিদা আক্তার বানু লুসিসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুড়ালের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আগামী নির্বাচনে নৌকার পক্ষে এক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারেআহ্বান জানান শেখ হেলাল উদ্দিন।

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি