ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

বাগেরহাটে ৩ ঘন্টার ব্যবধানে দম্পতির মৃত্যু, এলাকায় আতঙ্ক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ৮ এপ্রিল ২০২০

মৃত্যু দম্পতির বাড়ির সামনে লোকজনের ভীড়

মৃত্যু দম্পতির বাড়ির সামনে লোকজনের ভীড়

বাগেরহাটের মোরেলগঞ্জে মাত্র তিন ঘন্টার মধ্যে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। বুধবার সকালে মোরেলগঞ্জ পৌর শহরের সেরেস্তাদার বাড়ি এলাকায় এমন ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

জানা যায়, এদিন সকাল ৬টা ১০ মিনিটে ওই এলাকার বাসিন্দা গীতা রঞ্জন ভৌমিক (৮৩) মারা যায়। এর তিন ঘন্টা পরে ৯টার দিকে মারা যায় তার স্ত্রী সিপ্রা রানী ভৌমিকও (৭৫)।
 
এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে নানা গুঞ্জণ সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যেই পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম ওই বাড়িতে পৌঁছায়। তারা খোঁজ খবর নেন। পরিবার ও প্রতিবেশীর সাথে চিকিৎসকরা কথা বলেন।

মৃত দম্পতির ছেলে সুবল ভৌমিক বলেন, বাবা-মা দুজনেরই ডায়াবেটিস ও হার্টের সমস্যা ছিল। দুজনকে ভারতে চিকিৎসা শেষে এ বছরের জানুয়ারীতে বাড়িতে নিয়ে আসা হয়। সে সময় থেকেই তারা অসুস্থ্য ছিলেন। বাড়িতে অবস্থান করতেন। তাদের শরীরে শ্বাসকষ্ট বা জ্বর ছিল না। করোনা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ২৫ মার্চ থেকে ওই পরিবারের কেউ বাড়ি থেকে বের হতেন না বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, থানার ওসি কেএম আজিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বেলা ১১ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি কামাল হোসেন বলেন, স্বল্প সময়ের ব্যবধানে এক দম্পতির মৃত্যুর খবর পেয়ে আমাদের মেডিকেল টিম ওই বাড়িতে যায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত্যুর কারণ সম্পর্কে অবহিত হন। তারা জানতে পারেন- দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন এবং বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। করোনা পরিস্থিতি থাকায় ওই পরিবারের সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। সার্বক্ষণিক উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে বলেছি। এছাড়াও ওই পরিবারটিকে পর্যবেক্ষণে রাখার কথা জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, করোনার কোনো উপসর্গ ওই পরিবারের সদস্যদের মধ্যে পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে, মৃতদেহ দুটি দাহ না করে ধর্মীয় বিধান অনুযায়ী মাটি চাঁপা দেয়া হবে বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর তপন কুমার পোদ্দার। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি