
বাগেরহাটের মোরেলগঞ্জে জান্নাতি নামে ৫ম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে মাহফিল শুনে বাড়ি ফেরার পথে জান্নাতি নিখোঁজ হয়। পরে স্বজনেরা তাকে না পেয়ে পুলিশকে জানায়। আজ সকাল ১০টার দিকে মাহফিল মাঠের পাশের খালে স্থানীয়রা জান্নাতীর মরদেহ ভাসতে দেখে তাদের জানায়। জান্নাতির বাবার অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে তার মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সেলিনা বেগম নামে একজনকে আটক করেছে পুলিশ।