ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

বাজেট পাসের আগেই বাড়তি চার্জ কেন: বিটিআরসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ১৫ জুন ২০২০ | আপডেট: ১৭:০৬, ১৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

প্রস্তাবিত বাজেটে সম্পূরক শুল্ক আরোপ করার পরই বেড়ে গেছে মোবাইল ফোন ব্যবহারের খরচ। গত ১১ জুন মধ্যরাত থেকে বাড়তি এই কর কাটা শুরু করেছে মোবাইল কোম্পানিগুলো। তবে বাজেট পাশ হওয়ার আগেই কেন বাড়তি শুল্ক কার্যকর করা হলো তা জানতে চেয়ে মোবাইল ফোন অপারেটরদের চিঠি দিয়েছে বিটিআরসি। অপারেটরদের দাবি, এনবিআরের নির্দেশেই তারা বাড়তি শুল্ক কার্যকর করেছে।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের কথা বলা হয়েছে। সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানোর ফলে সেলফোন সেবায় ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সারচার্জ, ১৫ শতাংশ সম্পূরক শুল্ক ও অন্য খরচ মিলে ২৭ দশমিক ৭৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩৩ দশমিক ২৫ শতাংশ।

অপারেটররা জানিয়েছে, আগে ১০০ টাকা খরচ করলে সরকারকে ২১ টাকা ৫৭ পয়সা দিতে হতো। ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ায় এখন তা হবে ২৪ টাকা ৯৫ পয়সা। বাড়তি এ ব্যয় ১১ জুন দিনগত মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে। তবে ইন্টারনেটের ক্ষেত্রে ভ্যাট ৫ শতাংশ হওয়ায় ডাটা ব্যবহারে ব্যয় কিছুটা কম হবে।

জাতীয রাজস্ব বোর্ড এনবিআরের জারি করা এসআরও অনুযায়ী, ১১ জুন মধ্যরাত থেকেই নতুন শুল্ক কার্যকর করেছে মোবাইল ফোন অপারেটররা। এতে বেড়েছে মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ। 

তবে ৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করায় সরকার ১০০ টাকা রিচার্জে ৩০ টাকা কেটে নেবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছাড়ানো হয়েছে। সাধারণ মানুষ বলছেন, লোকমুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এমন কথা জেনেছেন। 

যদিও মোবাইল অপারেটর ‘রবি’র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কলরেট সম্পর্কিত তথ্য গুজব। 

এদিকে, বাজেট পাশের আগেই ৫ শতাংশ বাড়তি শুল্ক কেন আরোপ করা হয়েছে, তা জানতে চেয়ে মোবাইল অপারেটরদের ই-মেইল পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। এতে বলা হয়েছে, বাজেটে সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণার পর তা আরোপ করা শুরু হয়েছে—এমন প্রমাণ পেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ব্যবস্থার মধ্যে অনাপত্তিপত্র (এনওসি) দেয়া বন্ধ করা ছাড়াও সব সেবা ও ট্যারিফ অনুমোদন বন্ধ করা হতে পারে। বাজেটে মোবাইল সেবায় যে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, তা ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক বলেন, বিষয়টি সম্পর্কে জানতে চেয়ে অপারেটরদের চিঠি দেয়া হয়েছে। তারা চিঠির জবাব দিলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বিটিআরসি।

তবে সেলফোন অপারেটরদের দাবি, সম্পূরক শুল্ক আরোপ করা হলে আইন অনুযায়ী তা তাত্ক্ষণিকভাবে কার্যকর হয়। এর আগেও বাজেটে একইভাবে কার্যকর করা হয়েছে। শিগগিরই নিয়ন্ত্রক সংস্থার চিঠির উত্তরে বিষয়টি অবহিত করা হবে।

বিটিআরসির সর্বশেষ তথ্য মতে, দেশে সেলফোন সেবার সংযোগ সংখ্যা ১৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার। আর ইন্টারনেট গ্রাহক ১০ কোটি ৩২ লাখ ৫৩ হাজার। এর সিংহভাগই সেলফোন অপারেটরদের ইন্টারনেট সেবার গ্রাহক।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি