ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

বাজেট বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠার ধারা অব্যাহত রাখতে হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ১ জুন ২০১৭ | আপডেট: ১৯:২২, ১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশকে সমৃদ্ধির সর্বোচ্চ সোপানে পৌছতে প্রশাসনিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার বর্তমান ধারা অব্যাহত রাখতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সংসদে বাজেট বক্তৃতায় তিনি আরো বলেন, সব বাধা অতিক্রম করে শেখ হাসিনার সাহসী ও দূরদর্র্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়ক ধরে চূড়ান্ত লক্ষ্যে পৌছাবে। 

টানা নবমবারের মতো সংসদে বাজেট উত্থাপন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বক্তব্যের শুরুতেই দেশের অগ্রগতি ও সাফল্যের চিত্র তুলে ধরেন তিনি। শ্রদ্ধা নিবেদন করবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ একাত্তর ও ৭৫ এর শহীদদের প্রতি।
অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই দেশ এখন উন্নয়নের লক্ষ্যমাত্রায় সফলভাবে পৌছাতে যাচ্ছে। বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি ও বিদেশী সব অশুভ শক্তির তৎপরতা সহ সব বাধা মোকাবেলা করে বিশ্ব দরবারে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি।

তিনি বলেন, বাজেটের পরিপূর্ণ বাস্তবায়নে প্রশাসনিক সংস্কার ও সুশাসনের ধারা অব্যহত রাখতে হবে। এজণ্যে নিশ্চিত করতে হবে জনপ্রশাসনের প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা।
নতুন প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনার আওতায় উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন আনার ওপরও জোর দেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের প্রচেষ্টা অব্যহত রাখারও তাগিদ দেন অর্থমন্ত্রী।
বাজেট বাস্তবায়নে দেশের জনগনের সমর্থন ও অংশগ্রহন প্রত্যাশা করেন অর্থমন্ত্রী। তাহলেই কাঙ্খিত উন্নয়নের পাশাপাশি জাতি পাবে অর্থনৈতিক মুক্তির স্বাদ।


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি