ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বাজেটের পর বাজারে বাড়েনি পণ্যমূল্য [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বাজেট ঘোষণার পর বাজারে কোন পরিবর্তন দেখছেন না সাধারণ মানুষ। আর ব্যবসায়ীরা বলছেন এবারের বাজেট ইতিবাচক। কারণ আগে-পরে নিত্যপ্রয়োজনীয় কোন জিনিসেরই দাম বাড়েনি।

বিগত সময়ে বাজেট ঘোষণার দিন থেকেই দামের প্রভাব পড়েছে বাজারে। এবার পুরাপুরি তার ব্যত্যয় ঘটেছে।

বাজেটে না বাড়লেও বাজারে পণ্যের দাম বৃদ্ধির যে প্রবণতা ছিল তা এবার একেবারেই নেই।

ব্যবসায়ীরা বলছেন, এবার কোন সিন্ডিকেট হয়নি। সতর্ক করতে বাজেটের আগেই তারা লিফলেট ছেড়েছে বাজারে।

জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকায় স্বস্তিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি