ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বাঞ্ছারামপুরে ১৪ মামলার আসামী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৬, ৬ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ডাকাতি, চুরি, জাল টাকা ও মাদক পাচারসহ ১৪ মামলার পলাতক আসামী মো. ইউনুছ মিয়া-(৪৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার উপজেলার পূর্বহাটির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ইউনুছ মিয়া পূর্বহাটি গ্রামের মৃত সামসু মিয়ার ছেলে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ইউনুফ মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, জাল টাকা সরবরাহ ও মাদক বিক্রিসহ ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও জাল টাকা পাচারকারী।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি