ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বানভাসীদের সহায়তায় একদিনের বেতন দেবেন ঢাবি শিক্ষকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ২১ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:০৩, ২২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

বন্যার্তদের জন্য এক দিনের বেতন দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সূত্র এ তথ্য জানিয়েছে। 

সূত্রটি জানায়, শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্লাবে সমিতির কার্যনিবার্হী পরিষদের এক জরুরি সভা হয়। এতে এই সিদ্ধান্ত হয়। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্লাহর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকদের জানানো হয়েছে। 

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যার্তদের সহায়তায় ঢাবি শিক্ষকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ সাহায্যের সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে কেউ অতিরিক্ত সাহায্য করতে চাইলে সেটাও গ্রহণ করা হবে। কেউ উল্লিখিত অনুদান প্রদানে অনিচ্ছুক হলে তা, ‘হিসাব পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়’ বরাবর আবেদনের মাধ্যমে আগামী ২৪ অগাস্টের মধ্যে জানাতে অনুরোধ করা হয়েছে।

শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, আমরা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে এ ত্রাণসামগ্রী বিতরণ করবে।

এছাড়া ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে সেমাইসহ নানা খাদ্যদ্রব্য বিতরণ করা হবে বলেও জানান তিনি।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি