ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বান্দরবান-রাঙ্গামাটি সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচী পালন

প্রকাশিত : ১৮:১৩, ৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৩, ৪ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে বান্দরবান-রাঙ্গামাটি সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচী পালন করছে কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের এ কর্মসূচী শুরু হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি বছরে বাঙ্গালহালিয়া কলেজসহ সারাদেশে ১৯৯টি বেসরকারী কলেজ জাতীয়করণ করা হয়। পরবর্তীতে একটি মহলের ষড়যন্ত্রে জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়ে কলেজটি। এর প্রতিবাদে মানববন্ধনসহ নানা কর্মসুচী পালন করে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। পরে, আজ সকাল থেকে বান্দরবান-রাঙ্গামাটি সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচী শুরু করে তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি