ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

বান্দরবানে গুলিতে স্কুলছাত্রের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯, ১৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের মাঝে পড়ে ক্যসিং অং মার্মা নামে সপ্তম শেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোয়াংছড়ি থানার ওসি শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে।

ওসি শরিফুল ইসলাম বলেন, সোমবার রাতে ওই এলাকায় সন্ত্রাসীগোষ্ঠী অবস্থান করছিল- এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায়। একপর্যায়ে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময় হয় হলে এর মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হন ক্যসিং অং মার্মা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি