ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বান্দরবানে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত : ১৭:৪৯, ২১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪৯, ২১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

বান্দরবানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট  অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, অতিরিক্ত পুলিশ সুপার অর্ণিবান চাকমা ও ফুটবল ভক্তরা উপস্থিত ছিলেন। বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। সেসময় তিনি লেখাপড়ার পাশাপাশি সকলকে ফুটবল খেলায় উৎসাহী করার আহ্বান জানান। পরে জেলা প্রশাসক স্টেডিয়ামের নির্মানধীন গ্যালারির কাজ পরিদর্শন করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি