বাফটা অ্যাওয়ার্ড জিতে নিলো ‘লা লা ল্যান্ড’
প্রকাশিত : ১৮:৩১, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৩১, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
গোল্ডেন গ্লোব আর অস্কারে সর্বোচ্চ মনোনয়নের পর এবার যুক্তরাজ্যের চলচ্চিত্র জগতের সেরা খেতাব- বাফটা অ্যাওয়ার্ড জিতে নিলো ‘লা লা ল্যান্ড’ ছবিটি। সেরা অভিনেতা ক্যাসে অ্যাফ্লেক আর অভিনেত্রী এমা স্টোন। আর পশ্চিমা সংগীত জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি আসরে এবার বাজিমাত করলেন ব্রিটিশ তারকা এডেলে। জিতে নিয়েছেন ৫টি অ্যাওয়ার্ড।
লন্ডনের রয়াল অপেরা হাউসে এবারের ‘বৃটিশ একাডেমি অফ ফিল্ম আ্ধসঢ়;ওয়ার্ড-বাফটায় নিজেদের আধিপত্য ধরে রেখেছে ‘লা লা ল্যান্ড’।
অভিনেত্রী ও সংগীতশিল্পীর প্রেমে পড়া এবং ক্যারিয়ারের সংগ্রাম নিয়ে নির্মিত ছবিটি জিতে নিয়েছে ৫টি অ্যাওয়ার্ড।
‘লা লা ল্যান্ডের’ হাত ধরেই সেরা পরিচালকের খেতাব গেল ‘ডামিয়েন শাজেল’র ঝুড়িতে আর সেরা অভিনেত্রী হলেন এমা স্টোন।
মৃত ভাইয়ের কিশোর ছেলেকে নিয়ে বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে মানবতার জয়ের গল্প ‘ম্যাঞ্চেস্টার বাই দ্য সি'। যেটি সেরা অভিনেতার পুরস্কার এনে দিয়েছে ক্যাসে অ্যাফ্লেক-কে।
এদিকে পশ্চিমা সংগীত জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি আসরে এবার বাজিমাত করলেন ব্রিটিশ তারকা এডেলে। বিখ্যাত এ সঙ্গীতশিল্পীর ঘরে গেছে ৫টি অ্যাওয়ার্ড।
সেরা অ্যালবামের খেতাব পেয়েছেন এডেলে-টুয়েন্টি ফাইব। আর সেরা গান নির্বাচিত হয় এডেলের ‘হ্যালো’ গানটি।
র্যাপ গানের বিভিন্ন ক্যাটাগরিতে তিনটি অ্যাওয়ার্ড লুফে নিয়েছে নবাগত জনাথন ব্যানেট।
জমকালো এ আয়োজনে বিয়ন্সে, লেডি গাগা, টেলর সুইফটসহ বিশ্বসেরা তারকারা একের পর এক পারফমেন্স মাতিয়ে রাখে দর্শকদের।
আরও পড়ুন