ঢাকা, রবিবার   ০৫ অক্টোবর ২০২৫

বাবা-মাকে নিয়ে বির্তকে এবার প্রতিক্রিয়া জানালেন নুহাশ হুমায়ূন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:০২, ৫ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে গুলতেকিন খানের করা এক ফেইজবুক পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বির্তকে এবার প্রতিক্রিয়া জানালেন ছেলে নূহাশ হুমায়ূন। শনিবার(৪ অক্টোবর) রাতে ফেইজবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন নূহাশ হুমায়ুন।    

ফেইজবুকে প্রতিক্রিয়ায় নূহাশ বলেন, কোনো শিল্পী বা সৃষ্টিশীল মানুষকে তার কাজের জন্য ভালোবাসতে পারেন। একই সঙ্গে এটাও মানতে হবে যে, তার ব্যক্তিজীবনে ঝামেলা থাকতে পারে। বাস্তবতা হিসেবে দুটোই সত্য হতে পারে। মানুষ জটিল এবং ভুলপ্রবণ (আপনার প্রিয় উপন্যাসের চরিত্রগুলোর মতো)। কেউ কেউ কোটি মানুষকে আনন্দ দেয়, অথচ খুব কাছের কাউকে কষ্ট দেয়। তার মানে এই নয় যে, যে কষ্ট পেলো সে চুপ থাকবে। এমনকি এও হতে পারে না যে, যে মরে গেছে তাকে অসম্মান করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার(৩ অক্টোবর) প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে গুলতেকিন খান তার পোস্টে ব্যক্তিগত স্মৃতিচারণের ভেতর দিয়ে হুমায়ূন আহমেদের সঙ্গে অতীত দাম্পত্য জীবনের একটি দুঃখজনক অভিজ্ঞতা তুলে ধরেন। তার এই পোস্টকে কেন্দ্র করে স্যোশাল মিডিয়ায় দ্বিমুখী প্রতিক্রিয়া দেখা দেয়। একপক্ষ গুলতেকিনের পাশে দাঁড়িয়ে তার যন্ত্রণার প্রতি সহমর্মিতা প্রকাশ করে, অন্যপক্ষ প্রয়াত হুমায়ূন আহমেদের স্মৃতি কলুষিত করার অভিযোগ তোলে।

এমআর//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি