বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
প্রকাশিত : ০৯:৫৭, ৩০ জুলাই ২০২৫

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মৃত্যুবরণ করেছেন।
বুধবার ভোর ৪টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মিষ্টি জান্নাত নিজেই এ খবর নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন চিত্রনায়িকার বাবা। কয়েক মাস আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর শারীরিকভাবে সুস্থ হলে বাসায় ফেরে যান।
এরপর গতকাল (২৯ জুলাই) হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার চিকিৎসকও।
এদিকে, বাবা হারানোর ঘটনায় অনেকেই পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রীর। জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর, চিত্রনায়ক মামনুন ইমনসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।
এএইচ