ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বার্লিনে বাংলাদেশি ব্লগারের রহস্যজনক মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ২০ ডিসেম্বর ২০১৮

জার্মানির রাজধানী বার্লিনে এক বাংলাদেশি ব্লগারের রহস্য জনক মৃত্যু হয়েছে। ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। মঙ্গলবার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে।

লেখকদের সংগঠন ‘পেন জার্মানি`র উদ্যোগে বার্লিনে আশ্রয় নেয় তমালিকা সিংহ। তিনি ব্লগার হিসেবে স্থানীয় বাঙালি কমিউনিটিতে পরিচিত ছিলেন এবং অর্পিতা রায়চৌধুরী নামে লেখালেখি করতেন৷

বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ নিজের আবসস্থলের স্নানঘর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়৷ সেখানে উপস্থিত একজন চিকিৎসক সিংহকে মৃত ঘোষণা করেন৷

মৃতের পরিবার চাইলে মরদেহ দেশে নেওয়ার ব্যাপারে সহায়তার আশ্বাসও দিয়েছে দূতাবাস৷

কী কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি পেন জার্মানির মুখপাত্র ফিলিক্স হিলে। তিনি বলেন, ‘আমরা আমাদের ‘নির্বাসিত লেখক` ফেলো অর্পিতা রায়চৌধুরীর (ছদ্মনাম) মৃত্যুতে অত্যন্ত শোকাহত৷ যেহেতু পুলিশের তদন্ত এখনো অব্যাহত রয়েছে, তাই এই বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করতে পারছি না৷`

প্রসঙ্গত, বাংলাদেশি আরেক নির্বাসিত ব্লগার জোবায়েন সন্ধি এবং তমালিকা সিংহ কাছাকাছি ভবনে থাকতেন। ডয়চে ভেলেকে তিনি জানান, সিংহর সঙ্গে তার ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। সর্বশেষ ১২ ডিসেম্বর তাদের কথা হয়েছিল বলেও দাবি করেন তিনি৷

উল্লেখ্য, পেন জার্মানি এখন অবধি বেশ কয়েকজন বাংলাদেশি ব্লগার এবং লেখককে জার্মানিতে নির্বাসিত জীবনযাপনে সহায়তা করেছে৷ তাদের মধ্যে অন্যতম হচ্ছেন লেখক হুমায়ুন আজাদ৷ তাকে ২০০৪ সালের ১২ আগস্ট মিউনিখে নিজের আবাসস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ৷

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি