ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বাস, অটোরিক্সা ও রিক্সার দৌরাত্বে ভোগান্তিতে রাজধানিতে ফেরা মানুষ

প্রকাশিত : ১৪:৫১, ১৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫১, ১৬ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বাস, অটোরিক্সা ও রিক্সার দৌরাত্বে ভোগান্তিতে ঈদের ছুটি শেষে রাজধানিতে ফেরা মানুষ। দুর-দুরান্ত থেকে রাজধানিতে ভালভাবে পৌছালেও টার্মিনালে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। গনপরিবহনের নৈরাজ্যের কারণেই এমন পরিস্থিতি বলে মত সাধারণ মানুষের। রাত ২ টার পর থেকে সদরঘাটে ভেড়ে দূর-দুরান্ত থেকে আসা লঞ্চ। ঈদের লম্বা ছুটির কারণে নেই অতিরিক্ত যাত্রীর চাপ। তবে টার্মিনাল থেকে বাসায় ফিরতে নতুন ভোগান্তির মুখোমুখি হচ্ছেন যাত্রীরা। লাইন ধরে দাড়িয়ে আছে অনেক বাস। কিন্তু যে কোন দূরত্বের জন্য দুই থেকে তিন গুন ভাড়া হাঁকছেন তারা। এমন পরিস্থিতিতে সিএনজি অটোরিক্সার ভাড়াও কয়েক গুন। দুরপাল্লার বাস যাত্রীদেরও রাজধানিতে পৌছাতে তেমন সমস্যা হয়নি। কিন্তু টার্মিনালে থেকে বাসায় যেতে নেই কোন যানবাহন। প্রায় একই চিত্র কমলাপূর রেলস্টেশনেও।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি