ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বাড়ির বাইরে কাউকে দেখামাত্রই গুলির নির্দেশ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ৩ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন মানতে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে লকডাউন চলাবস্থায় বাড়ির বাইরে কাউকে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছেন।

দেশটির সবচেয়ে বড় দ্বীপ লুজানে মাসব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু অনেকে তা মানছেনই না। তাই ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে দেশটির পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যারাই বাড়ির বাইরে বের হয়ে সমস্যা তৈরি করবে, তাদের যেন দেখামাত্রই গুলি করা হয়। 

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার শেষরাতে জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেন, ‘সবার জন্য এটা একটা সতর্কতা। বর্তমানের এই সংকটকালে সরকারের দেয়া নির্দেশনা মেনে চলতে হবে। তা না হলে ভাইরাসটি প্রতিরোধে করা যাবে না। প্রেসিডেন্ট বলেন, ‘চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কোনো ধরনের ক্ষতি করবেন না। 

ফিলিপাইনের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৩১১ জন আক্রান্ত হয়েছে। অন্তত ৯৬ জন মারা গেছেন। দেশটিতে এক মাসের লকডাউন চলছে।

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি