ঢাকা, সোমবার   ২০ অক্টোবর ২০২৫

বিইউপি শিক্ষার্থী ধর্ষণের মূলহোতা সোহেল রোজারিও গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৬, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:১১, ২০ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)র শিক্ষার্থীকে ধর্ষণের প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেফতার করা হয়েছে। 

আজ সোমবার ভোরের দিকে গাজিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ জালাল উদ্দিন  এ তথ‍্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোররাতে গাজিপুরের কালিগঞ্জ থানায় অভিযান চালায় ডিবি। সেখানে নাগরীবাজার এলাকা হতে অভিযুক্ত ধর্ষক সোহেল রোজারিওকে গ্রেফতার করা হয়। সোহেল সাভারের কমলাপুরের গোয়ালীপাড়া এলাকার সন্তোষ রোজারিওর ছেলে। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। 

এর আগে গতকাল গ্রেফতার করা হয় মিঠু বিশ্বাস নামে তার আরেক সহযোগিকে। 

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় সাভারের কমলাপুর এলাকায় বাসায় ফেরার পথে ধর্ষণের শিকার হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক  শিক্ষার্থী। পরে ১৬ অক্টোবর জোরপূর্বক ধর্ষণ করায় সোহেল রোজারিও এবং সহযোগি হিসেবে মিঠু বিশ্বাস ও বিপ্লব নামের তিনজনকে অভিযুক্ত করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। 

সে মামলায় সহযোগি মিঠুকে গতকাল ও আজ প্রধান আসামি সোহেলকে গ্রেফতার করা হলো। অন‍্য আসামি বিপ্লবকেও দ্রুতই গ্রেফতার করা সম্ভব হবে বলে জানায় পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি