ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

বিএসএফকে মিষ্টি দিয়ে নববর্ষের শুভেচ্ছা বিজিবির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ১৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বাংলা নববর্ষের আনন্দকে ভাগাভাগি করে নিতে হিলি সীমান্তে আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকাল ১০টার দিকে হিলি চেকপোষ্টের শূন্য রেখায় বিজিবি হিলি চেকপোষ্ট কোম্পানি কমান্ডার আবু নাছের ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের ভারত হিলি ক্যাম্প কমান্ডেন্ট ইন্সপেক্টর ওয়াজির চান-এর হাতে মিষ্টি তুলে দেন।

বিজিবি হিলি চেকপোষ্ট কোম্পানি কমান্ডার আবু নাছের গণমাধ্যমকে জানান, সীমান্তে দায়িত্বরত দুই দেশের সীমান্ত বাহিনীর মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরের মধ্যে মিষ্টিসহ নানা উপহার সামগ্রীর মাধ্যমে শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে।

এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানির সব কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার ছিল স্বাভাবিক।

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি