বিএসএমএমইউ’র নতুন পরিচালক নজরুল ইসলাম
প্রকাশিত : ০৮:৫৭, ২৪ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন পরিচালক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান। বুধবার (২৩ ডিসেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
অপর আদেশে তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার মো. ওয়ারেছ হোসেনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া উত্তরার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) আবু বাক্কার ছিদ্দিক বাংলাদেশ ইন্সুরেন্স সেক্টর ডেভেলপ প্রজেক্ট (বিআইএসডিপি)-এর প্রকল্প পরিচালক নিয়োগ পেয়েছেন।
এসএ/
আরও পড়ুন