ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বিক্রি হয়ে যাচ্ছে লন্ডনের ‘ঠাকুরবাড়ি’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ৫ অক্টোবর ২০২১ | আপডেট: ১২:০৮, ৫ অক্টোবর ২০২১

হ্যাম্পস্টেডে রবীন্দ্রনাথের সেই বাড়ি।  ছবি: আনন্দবাজার

হ্যাম্পস্টেডে রবীন্দ্রনাথের সেই বাড়ি। ছবি: আনন্দবাজার

Ekushey Television Ltd.

১৯১২ সালে ব্রিটেনে গিয়ে যেই বাড়িটিতে থেকেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, সেটিই বিক্রির নোটিশ হয়েছে। যিনি কিনছেন তিনি বিদেশি নাগরিক। তাই রবীন্দ্রনাথ নয়, শুধু বাড়িটিই তার প্রধান আকর্ষণ। এতেই আক্ষেপ লন্ডনের রবীন্দ্র-অনুরাগীদের। 

এরইমধ্যে লন্ডনের রবীন্দ্র অনুরাগীরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে বাড়িটি কিনে নেয়ার আবেদনও করেছেন।

মমতা ব্যানার্জী যখন রেলমন্ত্রী ছিলেন তখন লন্ডন সফরে গিয়ে প্রথম হ্যাম্পস্টেডের ওই বাড়িটি তার চোখে পড়ে। সে সময় কিনতেও চেয়েছিলেন তিনি।

কিন্তু বেসরকারি মালিকানায় থাকা বাড়িটি কেনা সম্ভব হয়নি কারণ, তার তৎকালীন মালিক এতে রাজি ছিলেন না।

দীর্ঘদিন পর আবারও বাড়িটির মালিকানা পরিবর্তন হতে চলেছে এবং যথারীতি আবারও মালিক হতে চলেছেন আরেকজন বিদেশি। যার সাথে ভারতবর্ষের সাহিত্য-সংস্কৃতির কোনও সংযোগ নেই। 

বাড়ি বিক্রির দায়িত্বে থাকা সংস্থা জানিয়েছে, ভারত সরকার যদি বাড়িটি কিনতে চায় তাহলে দ্রুত যোগাযোগ করতে হবে। নয়তো নির্ধারিত ক্রেতার সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়ে যাবে। 

বর্তমানে বাড়িটির দাম ধার্য হয়েছে ২৬ লক্ষ ৯০ হাজার পাউন্ড। 

লন্ডনের টেগোর সেন্টারের সদস্য কল্যাণ কুণ্ডু বলেন, "বিষয়টি সম্ভবত মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পর্যন্ত পৌঁছেনি। পৌঁছালে নিশ্চই ব্যবস্থা নেবেন তিনি।"

হ্যাম্পস্টেডের এই বাড়িটিতেই বিশ্বকবির সঙ্গে দেখা হয়েছিল আইরিশ কবি ডব্লিউ বি ইয়েটসের। গীতাঞ্জলির পাণ্ডুলিপি পড়ে এতটাই উচ্ছ্বসিত হয়েছিলেন ইয়েটস, কাব্যগ্রন্তের ইংরেজি খণ্ডের মুখবন্ধ লিখে দিয়েছিলেন তিনি। 

সূত্র: আনন্দবাজার অনলাইন
এসবি/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি