ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

বিজিএমইএতে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নাই

প্রকাশিত : ২২:৫৯, ২৬ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তিই হচ্ছে তৈরি পোশাক শিল্প। আর এই শিল্পের সঙ্গে জড়িত মালিকদের নিয়ে গঠিত বিজিএমইএ। বর্তমানে এই শিল্প একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ACCORD, ALLIANCE এর কিছু অযৌক্তিক সিদ্ধান্তের কারণে বন্ধ হয়ে গিয়েছে অনেক শিল্পকারখানা। ফলে একদা ৪,০০০ এরও বেশি সদস্যের এই সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে।

বিজিএমইএ- এর নেতৃত্ব দীর্ঘদিন যাবৎ নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত না হওয়ায় এটি একটি স্থবির সংগঠনে পরিণত হয়েছে। বর্তমানে সাধারণ সদস্যরা যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং অনেকক্ষেত্রে হয়রানি ও অবহেলার স্বীকার হচ্ছেন। এমতাবস্থায় পোশাক শিল্পের উন্নয়নকল্পে, বিজিএমইএ- তে সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নেতৃবৃন্দ নির্বাচনের লক্ষ্যে ”স্বাধীনতা পরিষদ” এর আত্মপ্রকাশ।
স্বাধীনতা পরিষদ- এর মূল লক্ষ্য -
বিজিএমইএ- এর মূল শক্তি গার্মেন্টস মালিকদের সরাসরি ভোটের মাধ্যমে পছন্দমত নেতৃত্ব নির্বাচনের অধিকার নিশ্চিত করা।
বর্তমান সময়ে ক্ষুদ্র এবং মাঝারি পোশাকশিল্প উদ্যোক্তারা সময়োপযোগী সহযোগিতার অভাবে ধীরে ধীরে ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। আমাদের উদ্দেশ্য, বিজিএমইএ এর এই সকল প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় কাজ করা। একই সঙ্গে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা।
সরকারের সকল অঙ্গ প্রতিষ্ঠান, কাস্মস, ব্যাংক, ইন্সুরেন্স এবং পোশাকশিল্প প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ নিস্পত্তির জন্য, বিজিএমইএ- কে শক্তিশালী মধ্যস্ততাকারী হিসেবে প্রতিষ্ঠা করা।
স্বাধীনতা পরিষদ এর সকল সদস্যকে একটি অভিন্ন যোগাযোগ মাধ্যমে নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে করে সকল প্রতিষ্ঠান একে অপরের সাথে কর্ম বিনিময়, প্রযুক্তি বিনিময় এবং একতাবদ্ধ হয়ে কাজ করতে পারে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি