ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বিজিএমইএ’র উদ্যোগে আনিসুল হকের স্মরণ সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৮, ২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিজিএমইএ’র সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিজিএমইএ ভবনস্থ নুরুল কাদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান এর সাথে এফবিসিসিআই’র সভাপতি সফিউল ইসলাম (মহিউদ্দিন), বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), আতিকুল ইসলাম, বিজিএমইএ’র সহ-সভাপতি এস.এম মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির ও পরিচালকরা, এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ.কে আজাদ, মরহুমের সহধর্মিনী রুবানা হকের পরিবারবর্গ, মরহুমের ছোটভাই ও সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ পোশাকশিল্পের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি