ঢাকা, রবিবার   ২৬ অক্টোবর ২০২৫

বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে কানাডার ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ২৬ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

শুল্কবিরোধী একটি বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরও ১০ শতাংশ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ওয়ার্ল্ড সিরিজ বেসবল চ্যাম্পিয়নশিপের আগেই এটি সরিয়ে না ফেলায় কানাডার কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছেন।

ট্রাম্প বলেন, তথ্যের মারাত্মক ভুল উপস্থাপনা এবং বৈরি আচরণের জন্য কানাডা এখন যা দিচ্ছে, আমি তার চেয়ে ১০ শতাংশ বেশী শুল্ক বৃদ্ধি করছি।

কানাডার অন্টারিও রাজ্য ওই বিজ্ঞাপনটি প্রচার করেছে, যাতে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য স্থান পেয়েছে।

ট্রাম্প বৃহস্পতিবার কানাডার সাথে আলোচনা থেকে সরে যাওয়ার পর অন্টারিওর প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, তিনি ওই বিজ্ঞাপন সরিয়ে ফেলবেন।

অন্টারিও রাজ্য সরকারের প্রধান ডগ ফোর্ড শুক্রবার বলেছেন, তিনি তার রাজ্যের শুল্ক বিরোধী বিজ্ঞাপনটির প্রচার স্থগিত করবেন। তিনি দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে আলোচনার পর ওই সিদ্ধান্তের কথা জানান ‘যাতে বাণিজ্য আলোচনা শুরু হতে পারে’।

ডগ ফোর্ড অবশ্য বলেছেন, বিজ্ঞাপনটি সাপ্তাহিক ছুটির সময়ে, এমনকি ওয়ার্ল্ড সিরিজ গেমসের সময়েও চলবে। গেমসে টরন্টো ব্লু জেইস খেলবে লস এঞ্জেলস ডজারসের বিরুদ্ধে।

জি-৭ দেশগুলোর মধ্যে একমাত্র কানাডাই এখনো যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এছাড়া কয়েকটি খাতের কানাডীয় পণ্যের ওপর সুনির্দিষ্ট শুল্কও চাপিয়েছেন ট্রাম্প। এর মধ্যে ৫০ শতাংশ ইস্পাত ও ২৫ শতাংশ শুল্ক আরোপ হয়েছে অটোমোবাইলেও ওপর।

এশিয়া সফরে থাকার সময় দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, তিনি এর সাথে আরও ১০ শতাংশ করে যোগ করবেন।

কানাডার তিন চতুর্থাংশ রপ্তানি পণ্য বিক্রি হয় যুক্তরাষ্ট্রে। আর অন্টারিও কানাডার অটোমোবাইল শিল্পের কেন্দ্রস্থল।

ওদিকে, যেই বিজ্ঞাপনটি নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন, সেখানে রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য ব্যবহার করা হয়েছে। সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেছিলেন ‘শুল্ক প্রতিটি আমেরিকানকে ক্ষতিগ্রস্ত করে’। বৈদেশিক বাণিজ্যের ওপর ১৯৮৭ সালে দেওয়া এক বেতার ভাষণে তিনি ওই মন্তব্য করেছিলেন।

দ্যা রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশনও একটি সিলেকটিভ অডিও-ভিডিও নিয়ে তৈরি করায় বিজ্ঞাপনটির সমালোচনা করেছে। তারা বলছে, এটি রিগ্যানের বক্তব্যকে ভুলভাবে তুলে ধরেছে।

তারা আরও জানিয়েছে যে, অন্টারিও সরকার এই বক্তব্য ব্যবহারের কোনো অনুমতি নেয়নি।

শনিবার ট্রাম্প বলেছেন, বিজ্ঞাপনটি আগেই সরিয়ে নেওয়া উচিত ছিলো।

‘বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলা উচিত ছিলো। কিন্তু প্রতারণা জেনেও তারা ওয়ার্ন্ড সিরিজ চলাকালে গতরাতেও তা প্রচার হতে দিয়েছে’ মালয়েশিয়া যাওয়ার সময় লিখেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার পোস্টে অভিযোগ করেন, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে থাকা মামলা নিয়ে কানাডা কারসাজির চেষ্টা করছে। এ মামলা তার পুরো ‘শুল্ক শাসনের’ অবসান ঘটাতে পারে।

ওদিকে ফোর্ড এর আগে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতৃত্বে থাকা প্রতিটি ডিসট্রিক্টে ‘রিগ্যান বিজ্ঞাপন’টি চালানোর অঙ্গীকার করেছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি