ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বিতর্ক প্রতিযোগিতায় ইর্স্টান ইউনিভার্সিটি জয়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ১২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ইর্স্টান ইউনিভার্সিটির বিতর্ক দল। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে এটিএন বাংলার স্টুডিওতে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় দলটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দলকে পরাজিত করে।


ইর্স্টান ইউনিভার্সিটির বিতর্ক দলের সদস্যরা হলেন- রাগিব মোস্তফা নাঈম, মুসাব্বির মাহমুদ সানি, সামসুল হুদা, সোইতি রায় চৌধুরী ও মৌরী মাহ্দী আলম। তারা সবাই ইর্স্টান ইউনিভার্সিটির ডিবেট ক্লাবের সদস্য। প্রতিযোগিতাটি সঞ্চালনা করেন আয়োজক প্রতিষ্ঠান ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি