ঢাকা, মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬

বিদেশস্থ বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে অব্যাহতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১০, ১৩ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বিভিন্ন দেশে প্রেস উইংয়ের দায়িত্ব পালন করা বাংলাদেশ মিশনের চার কর্মকর্তাকে ১৫ কার্যদিবসের মধ্যে তাদের কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ওই চার কর্মকর্তা হলেন— মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কন্স্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান ও জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১৭ মার্চ জারি করা প্রজ্ঞাপনটি বাতিলপূর্বক উক্ত মিশনসমূহের নতুন কর্মকর্তা নিয়োগ না দেওয়া পর্যন্ত তাদেরকে স্বীয় কর্মস্থলে দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হয়।

আরও বলা হয়, বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংসসমূহের ৪ জন কর্মকর্তাকে তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য নির্দেশ দেওয়া হয়। 

উল্লেখ্য, ইতোমধ্যে বর্ণিত মিশনসমূহে নতুন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে এবং তাদের অনুকূলে আর্থিক সরকারি আদেশ জারি হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি