ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বিদেশে থেকে এসএসসি পাস করলেন ৩৪৮ শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ২৮ নভেম্বর ২০২২

বিদেশের স্কুলগুলো থেকে চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে ৩৪৮ জন উত্তীর্ণ হয়েছেন। বিদেশি পরীক্ষার্থীদের গড় পাস করেছে ৯৫ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিল ৯৫ দশমিক ৬৭ শতাংশ।

সোমবার বেলা সাড়ে ১১টা অনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল অনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চামেলী হলে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার্বিক পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা স্ব স্ব বিভাগের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

বিদেশের প্রতিষ্ঠানের ৩৬৩ জন পরীক্ষার্থী চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ৩৪৮ জন উত্তীর্ণ হয়েছে। বিদেশের ২ স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি