ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বিদেশে বাবা-মায়ের সঙ্গে খোশ মেজাজে তৈমুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ২ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:০৭, ২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

প্রথমবার বাবা-মায়ের সঙ্গে বিদেশ সফরে খোশ মেজাজেই আছে ছোট নবাব তৈমুর কারিনা-সাইফ এখন সুইজারল্যান্ডে ১৫দিনের ছুটি কাটাচ্ছেন

পশ্চিম সুইজারল্যান্ডের গসতাদ খান ফ্যামিলির ‌যে বাড়ি আছে সেখানেই উঠেছেন সাইফ-কারিনারা। ফ্যামিলি হলিডের সেই সমস্ত ছবিও পোস্ট করছেন করিনা। ছবিতে কখনও সাইফ কখনও কারিনার কোলে দেখা ‌যাচ্ছে নবাব পরিবারের ছোট্ট সদস্যকে। ছোট নবাবের চোখে মুখেও রয়েছে আনন্দের ছাপ।

ছোট হলেও তাঁকে নিয়ে পাপারাজ্জিদের মধ্যে কিছু কম উৎসাহ দেখা ‌যায়নি। সাইফ-কারিনার মতই তৈমুরে ছবি ইন্টারনেটে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ‌যায়।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি