ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪২, ৬ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহীদ উল্লাহ মাঝি (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। 

রোববার সকাল ৯টায় নেওয়াজপুর ইউনিয়নে ধন্যপুর গ্রামের একটি ক্ষেত থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শহীদ উল্লাহ মাঝি ওই গ্রামের মৃত আমিন উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ির পেছনে ক্ষেতে যান শহীদ উল্লাহ। ক্ষেত দিয়ে নৌকা নিয়ে যাওয়ার সময় হেলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন তিনি। 

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় প্রচণ্ড বাতাসে বিদ্যুতের লাইন হেলে নিচে নেমে যায়। ওই লাইনের নিচ দিয়ে নৌকা নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান তিনি। 

লাইন মেরামতের জন্য বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি