ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

বিবাহ বিচ্ছেদের নতুন আইন করছে সৌদি সরকার

প্রকাশিত : ১০:৪৮, ৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে আরো স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য সৌদ সরকার নতুন আইন করতে যাচ্ছে। রোববার থেকে দেশটিতে চালু হচ্ছে এই নতুন আইন।

নতুন আইনে আদালতে বিচ্ছেদের আবেদন করার আগে স্বামীকে অন্তত মোবাইলে বার্তা পাঠিয়ে স্ত্রীকে জানাতে হবে বিচ্ছেদের কথা।

বর্তমানে দেশটিতে  স্বামীরা অনেক সময় স্ত্রীদের না জানিয়েই বিবাহ বিচ্ছেদ করে থাকেন। স্বামীর এমন সিদ্ধান্তে অসম্মতি জানানো তো দূরের কথা অনেক সময় বিচ্ছেদ পরবর্তী ভরণপোষণের আবেদন করারও সুযোগ পান না তারা।

নতুন আইন প্রবর্তন করা হলে নারীদের অধিকার আরো জোরালো হবে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। 

সৌদির বিতর্কিত যুবরাজ মোহাম্মদ বিন সালমান  ‘ভিশন-২০৩০’ লক্ষ্য হাতে নেন। এর আওতায় তিনি একের পর এক সংস্কার করে যাচ্ছেন। তবে তার কার্যকলাপ নিয়ে দেশে বিদেশে বিতর্ক রয়েছে।

এ লক্ষ্যের আওতায় তিনি নারীদের জন্য জনসমক্ষে গাড়ি চালানোর অধিকার  এবং  স্টেডিয়ামে পুরুষদের পাশে বসে ফুটবল ম্যাচ দেখার অনুমতি দেওয়া হয়।

তথ্যসূত্র: দ্যা জাকার্তা পোস্ট

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি