ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়

প্রকাশিত : ১৬:২২, ১৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:২২, ১৬ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঈদের ছুটিতে ভিড় বেড়েছে রাজধানীর বাইরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পাশে ইকো পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়। নড়াইলের গ্রামগুলোর সবুজ প্রকৃতিতে পরিবার পরিজনের সাথে চলছে ঈদের আনন্দ-উৎসব। ভৈরবে নানা বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে মেঘনা সেতু এলাকা। সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে বেড়াতে আসছে নানা বয়সী মানুষ। কাছ থেকে বঙ্গবন্ধু সেতুর সৌন্দর্য দেখার পাশাপাশি, গাছপালায় ঘেরা পরিবেশ উপভোগ করছে তারা। পর্যটকদের ভীড় বেড়েছে বঙ্গবন্ধু ইকোপার্কেও। নানা প্রজাতির গাছপালা আর পশু-পাখি দেখে মুগ্ধ দর্শনার্থীরা। তবে, পশুপাখি কমে যাওয়ায় এ’বছর আগের তুলনায় লোক সমাগম কম বলে জানালেন ইকোপার্কের ইজারাদার। এদিকে, শহরের কোলাহল ছেড়ে গ্রামে আসা মানুষ উপভোগ করছে নড়াইলের প্রাকৃতিক সৌন্দর্য। সবুজ ধানক্ষেতের মধ্য দিয়ে নৌকায় এঁকেবেঁকে চলা, আর নদ-নদীর সৌন্দর্য মন কাড়ছে তাদের। নড়াইলের ৫টি বিনোদন কেন্দ্র আর চারণ কবি বিজয় সরকারের বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে আড্ডা, বনভোজন আর আনন্দ উৎসব। ভৈরবে মেঘনা সেতু এলাকা পরিণত হয়েছে বিনোদন কেন্দ্রে। পরিবার পরিজন নিয়ে মেঘনার অপরূপ সৌন্দর্য উপভোগ, ¯িপড বোটে ঘুরে বেড়ানোর পাশাপাশি নাগরদোলা আর চরকা আনন্দ বাড়িয়েছে শিশুদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি